শিলিগুড়ি: শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের স্টাফ কোয়ার্টার থেকে প্রায় ৪ লক্ষ টাকার সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার তিনজন। ধৃতদের নাম বৈজু শাহানী, মোহাম্মদ জাহিরুল ও অর্জুন প্রসাদ।
স্কুলের কর্মী দীননাথ প্রসাদ পরিবার নিয়ে স্টাফ কোয়ার্টারে থাকতেন। অভিযোগ, গত ডিসেম্বর মাসে দিনের বেলায় তার ঘর থেকে সোনার গয়না চুরি করে চোরের দল পালিয়ে যায়। ঘটনার পর দীননাথ ভক্তিনগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর ভক্তিনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা অভিযুক্তদের অবশেষে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধরা হয়।
প্রথমে গ্রেপ্তার হয় বৈজু শাহানী। তাকে জিজ্ঞাসাবাদে মোহাম্মদ জাহিরুলের নাম উঠে আসে। মোহাম্মদ জাহিরুলকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫ গ্রাম সোনা উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, চুরি করা সোনা গলিয়ে বিক্রি করা হয়েছে অর্জুন প্রসাদের কাছে। অর্জুন প্রসাদকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ গ্রাম সোনা।
ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, তারা গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।
পুলিশের এই অভিযানের ফলে চুরির ঘটনার প্রাথমিক রহস্য উন্মোচিত হলেও, পুরো ঘটনার সাথে জড়িত আরও কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।