শিলিগুড়ি, ৩০ মে : চুরি যাওয়া সোনার গয়না কেনার অভিযোগে এবার ধরা পড়লেন এক স্বর্ণকার। গত ১৬ এপ্রিল ভক্তিনগরের দেশপ্রিয় সরণির এক বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনায় একে একে পর্দা উঠছে চক্রের নানা দিক।

প্রথমে ৩ মে মাটিগাড়া পরিবহন নগরীর যুবক দেবাশীষ দাসকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বেশ কিছু গয়না ও অন্যান্য সামগ্রী। দেবাশীষকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর বেরিয়ে আসে নতুন তথ্য। সে জানায়, আরও কিছু সোনার গয়না বিক্রি করেছে মাটিগাড়ার খাপরাইল এলাকার স্বর্ণ ব্যবসায়ী রিজু কর্মকারের কাছে।

তদন্তের সূত্র ধরে বুধবার পুলিশ গ্রেফতার করে রিজু কর্মকারকে। তার কাছ থেকেও উদ্ধার হয় চুরির গয়না। তদন্তকারীদের অনুমান, চক্রবদ্ধভাবে এই চুরির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে।

ইতিমধ্যেই ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে স্বর্ণকার রিজু কর্মকারের ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছে এনজেপি থানার পুলিশ।

পুলিশ সূত্রে ইঙ্গিত মিলছে, চুরির ঘটনায় আরও গভীর জাল রয়েছে, যার সূত্র এখন রিজুর দিকেই ইঙ্গিত করছে। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হতে চাইছে—এই স্বর্ণকার কেবলমাত্র গয়না কিনেছিল, না কি সে-ও সরাসরি চক্রের অংশ?