শিলিগুড়ি, ৩ মার্চ: এক কোটি আট লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। ধৃতদের কাছ থেকে ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম।
গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের একটি টোলপ্লাজায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে DRI-এর আধিকারিকরা। তারা একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিল। পরে শিলিগুড়িতে নিয়ে এসে তল্লাশি চালিয়ে সোনাগুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই সোনা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধানে তদন্ত শুরু করেছে DRI।