সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর’২৩ : প্রতিবেশীকে রক্ত দিলেন সোনার মেয়ে স্বপ্না বর্মন। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাসিন্দা কুমার বর্মন কিডনির রোগে আক্রান্ত।

কুমার বর্মনের রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল চলছে। দীর্ঘদিন থেকে এই পরিস্থিতিতে একটি O+ রক্ত পাচ্ছিলেন না তারা। এর পরেই কুমার বর্মনের পরিবার জানতে পারে তাদের প্রতিবেশী এশিয়ার্ডে সোনা জয়ী স্বপ্না বর্মনের O+ রক্ত। এর পরেই আজ কুমার বর্মনের পরিবার স্বপ্নার দারস্থ হয়ে এক বোতল রক্ত দেওয়ার আবেদন করেন ৷

স্বপ্না বর্মন এই পরিবারের কথা চিন্তা করে রক্ত দেওয়ার জন্য রাজি হন ৷ তিনি নিজেই গাড়ি নিয়ে চলে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে। স্বপ্না জানিয়েছেন ইতি মধ্যে এই পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি। প্রয়োজনে তিনি আরো সাহায্য করবেন এই পরিবারকে৷ রক্ত পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে অসুস্থ কুমার বর্মনের পরিবার৷