শেখ শাহজাহান ইস্যুতে প্রতিক্রিয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (ভিডিও সহ)


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩০ জানুয়ারি”২৪ : মহাত্মা গান্ধীর মহাপ্ৰয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার ব্যারাকপুর গান্ধীঘাটে এসে শেখ শাহজাহান ইস্যুতে ফের মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গান্ধীঘাটে প্রার্থনা সভায় অংশ নেবার পর এদিন রাজ্যপাল গান্ধীজীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলেন, “আইন আইনের পথে চলছে। তাকে ধরতে অভিযান চলছে। নিয়ম মেনেই অভিযুক্ত ব্যক্তিকে শীঘ্রই ধরা হবে। রাজ্যপালের কথায়, একজন অভিযুক্তকে ধরাটা কোন promise নয়, এটা একটা commitment। আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন।”

প্রসঙ্গত, গত শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে শিক্ষক-শিক্ষিকার ওপর চড়াও এবং ভাঙচুরের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে। সেই ঘটনায় পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এপ্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমরা বিষয়টির দিকে খেয়াল রাখব।

Governor CV Anand Bose's response to the Sheikh Shahjahan issue

তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন, একটু সময় দিতে হবে, নিশ্চয় পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তিনি যথাযথ নিয়ম মেনেই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন।’ রাজ্যপাল ছাড়াও এদিন গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *