নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ এপ্রিল ২০২২ : জলপাইগুড়িতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল নাতির, ঘটনায় গুরুতর জখম দাদু। বাইক ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। বুধবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের জলপাইগুড়ি- হলদিবাড়ি রুটের ভুজারি পাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আলম হক, বয়স ২১ বছর; বাড়ি নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে গুরুতর জখম জাভেদ আলীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাভেদের বাড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়া পাড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে দু’জন বেরুবাড়ি বাজারে যাচ্ছিলো মুরগি বিক্রি করতে। হলদিবাড়ি দিক থেকে বেসরকারি বাসটি আসছিল। মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবক আলমের। গুরুতর জখম জাভেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানাতর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল।