বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৮ আগস্ট : অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের উদ্যোগে ও ভীমচন্দ্র সরকার এবং সুভাষ দাসের পরিচালনায় ৮ টিমের এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের ধাপগঞ্জ আশ্রম টাইপ হাইস্কুলের ময়দানে। এদিন উৎসাহের সাথে ফুটবল খেলা উপভোগ করেন এলাকার সর্বস্তরের মানুষ। এদিন এই খেলায় মধ্যে দুজন রাজ্য স্তরে খেলোয়াড় অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কনভেনের ভীমচন্দ্র সরকার বলেন, আট টিমের এক দিবসীয় মহিলা ফুটবল খেলার চ্যাম্পিয়নশিপ ট্রফি দুটি দিয়ে সাহায্য করেছেন বিশিষ্ট সমাজসেবী এবং বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির মেম্বার তপন বিশ্বাস। অল ইন্ডিয়া নামে শুধু বিকাশ পরিষদের জলপাইগুড়ি ব্লক সভাপতি সুভাষ দাস বলেন, বিভিন্ন এলাকা থেকে আগত মহিলা ফুটবল টিমগুলি খুব সুন্দর ভাবে মাঠে খেলেছেন। খেলায় অংশগ্রহণকারী গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা ফুটবল টিমের পক্ষ থেকে অংকুর দাস বলেন, মহিলাদের ফুটবল খেলা সাধারণত বেশি চোখে পড়ে না।

তাই নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে এই খেলার আয়োজনের জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এদিন এই মহিলা ফুটবল খেলার উদ্বোধন করেন রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য, অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি পার্থ বিশ্বাস, অনলি ইন্ডিয়ান নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীবন মন্ডল ,জেলা কনভেনার ভীমচন্দ্র সরকার, জলপাইগুড়ি জেলা সভাপতি শরৎচন্দ্র মন্ডল , ময়নাগুড়ি ব্লক সভাপতি ব্রজেশ্বর মল্লিক, তপন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী আনন্দ পাল , সাধনা সরকার, মধুমিতা বারুরী , সুফল মন্ডল ,পরিমল বিশ্বাস ,আনন্দ সরকার সহ অন্যান্য। প্রতিযোগিতায় বিজয়ী হয় স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা ফুটবল টিম।