সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট’২৩ : পরিবেশের উপর চলছে অত্যাচার, বারবার প্রতিবাদ আন্দোলন করেও প্রশাসনের একাংশের সহযোগিতায় পরিবেশ ধংস করা হচ্ছে, সঙ্গে জলাভূমি ভরাট করা হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হল উত্তরবঙ্গ যৌথ পরিবেশ মঞ্চ।

এ দিনের অবস্থান বিক্ষোভে দলমত নির্বিশেষে শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, আইনজীবী, শিক্ষক সহ পরিবেশ প্রেমীরা সামিল হয়েছিলেন। মূলত উন্নয়নকে কেন্দ্র করে সবুজ ধংস করা হচ্ছে এর প্রতিবাদে মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানালেন পরিবেশ প্রেমীরা। একের পর এক গাছ কেটে চলছে উন্নয়নের নামে পরিবেশের উপর ধংস। অন্যদিকে শহর ও শহরতলী এলাকায় চলছে পাল্লা দিয়ে একাধিক জলাভূমি ভরাটের কার্যকলাপ। যেভাবে জলাভুমি ভরাট করে বহুতল নির্মাণ করা হচ্ছে এর জেরে জলে থাকা প্রানীর ঠিকানা হারিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু প্রশাসন সব জেনে এক প্রকার চুপ। এ দিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন আইনজীবী তথা মঞ্চের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, বঙ্গরত্ন তথা মঞ্চের যুগ্ন আহ্বায়ক ডক্টর রাজা রাউত, পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুনসি এছাড়া অনেকে। মঞ্চের যুগ্ন আহ্বায়ক ডক্টর রাজা রাউত বলেন,” পরিবেশকে বাঁচাতে হবে এর জন্য একটা গণ আন্দোলন গড়ে তোলা হচ্ছে। উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের নামে পরিবেশকে ধংসের মুখে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবেশকে ঠিক রেখে প্রশাসনিক কাজ করা হোক। শহরের বুক চিরে বয়ে যাওয়া যাকে টেমস নদী বলা হয় সেই নদীর অবস্থা খারাপ। জলাভুমি ভরাট করা হচ্ছে। ২৪ নম্বর ওয়ার্ডের করলা সেতুর সামনে জলাভুমি ভরাট করে প্রমোটারি ব্যবসা চলছে এগুলো বন্ধ হওয়া দরকার। এরপরে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন চলবে।”