ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স তুলল ১৯৬ রান। তবে বিশেষজ্ঞদের মতে, তাদের শুরুর গতিপ্রকৃতি দেখে ২২০ রান অবধি যাওয়া উচিত ছিল। শেষ মুহূর্তের ধস সেই পরিকল্পনায় জল ঢেলে দিল। সর্বোচ্চ স্কোর করেন সাই সুদর্শন (৬৩)।
অন্যদিকে, বল হাতে দুর্দান্ত কামব্যাক করলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
কিন্তু ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস যেন শুরুতেই ভেঙে পড়ে। মহম্মদ সিরাজ প্রথম ধাক্কাটা দেন রোহিত শর্মা (৮) ও রিকেলটনকে (৬) বোল্ড করে। এরপর সূর্যকুমার যাদব চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। ১৬০ রানের বেশি তুলতে পারল না মুম্বই, ৩৬ রানে হেরে গেল।
এই নিয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় পরাজয় হল মুম্বইয়ের। ব্যর্থতার এই ধারা কাটিয়ে উঠতে হলে তাদের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী হতে হবে, নাহলে পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে!