জলপাইগুড়ি, ২ মে: ডাকঘর মানেই এখন আর শুধু চিঠিপত্র নয়, প্রযুক্তি ও শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে সময়ের দাবি মেটাচ্ছে ভারতীয় ডাক পরিষেবা। তারই নজির জলপাইগুড়ির প্রধান ডাকঘরে—এবার থেকে চালু হল সম্পূর্ণ নতুন পরিষেবা “জ্ঞান পোস্ট”।
এই পরিষেবার মাধ্যমে এখন গ্রাহকরা পোস্ট অফিসের কাউন্টার থেকেই পাঠাতে পারবেন বই ও স্টাডি মেটেরিয়াল, বিশেষ করে কম খরচে এবং নির্ভরযোগ্যভাবে। আগে এই ধরনের সামগ্রী পাঠাতে ‘বুক পোস্ট’-এর উপর নির্ভর করতে হতো, যেখানে প্রক্রিয়াগত কিছু অসুবিধা থাকত।

জানা গেছে, এই “জ্ঞান পোস্ট”-এ ৩০০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত ওজনের বই বা শিক্ষাসামগ্রী পাঠানো যাবে। ফলে বিশেষ সুবিধা পাবেন শিক্ষক, পড়ুয়া এবং বইয়ের দোকানদাররা।
জলপাইগুড়ি প্রধান ডাকঘরের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় ভট্টাচার্য জানান, “জ্ঞান পোস্টের মাধ্যমে শিক্ষার পরিসর আরও সহজে ছড়িয়ে দেওয়া যাবে। সাধারণ মানুষ কম খরচে গুরুত্বপূর্ণ বই বা নথিপত্র পাঠাতে পারবেন।”
উল্লেখ্য, এর পাশাপাশি সম্প্রতি চালু হয়েছে জলপাইগুড়ি শহরে ভ্রাম্যমাণ পার্সেল বুকিং পরিষেবা, যার মাধ্যমে বাড়ি বসেই পার্সেল পাঠানোর সুযোগ পাচ্ছেন মানুষ।
ডাক পরিষেবা যে কেবল অতীতের স্মৃতি নয়, বরং আধুনিক নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ—“জ্ঞান পোস্ট” সেই ধারণাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।