পাইকারি থেকে খুচরো মার্কেটে হানা টাস্ক ফোর্সের

শিলিগুড়ি : রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই পথে নামল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে শহর শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল। সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম রয়েছে তা খতিয়ে দেখা হয় সরেজমিনে। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।

এদিন সকালেই শিলিগুড়ির পাইকারি বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই সেখান থেকে বেরিয়ে চম্পাশরি মার্কেট অবশেষে বিধান মার্কেটে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। কোন সব্জি কিংবা ফলের কি দাম তা খতিয়ে দেখা হয় এদিন। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, পাইকারি এবং খুচরোর মধ্যে বিস্তর ফাঁরাক নেই৷ তবে চার থেকে পাঁচ টাকার অন্তর অবশ্য রয়েছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানতে আগামীতেও নিত্য নজরদারি চলবে প্রতিটি বাজারেই এমনটাই স্পষ্ট করা হয়েছে টাস্ক ফোর্সের তরফে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *