সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ সেপ্টেম্বর : জলপাইগুড়িতে উদ্ধার টোটো চালকের ঝুলন্ত দেহ। অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনিতে বছর বাইসের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এলাকার ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি তথা ২৫ নং ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি বিক্রম ঝাঁ। ঘটনা প্রসঙ্গে বিক্রম বাবু জানিয়েছেন, যে যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার নাম বিশ্বনাথ সরকার। সে টোটো চালাতো, তবে স্থানীয়দের থেকে যেটুকু জানতে পেরেছি বিশ্বনাথ প্রচন্ড নেশা করতো। নেশা থেকে এই কান্ড ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কারন আছে সেটা তদন্ত করলে জানা যাবে।
অপরদিকে মৃত বিশ্বনাথ সরকারের বাবা নিধীর সরকার জানান, তার ছেলে খুব নেশা করতো। বাড়িতে আসতো খাবার খেত বেরিয়ে যেত। কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না।
ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পোর্স্টমর্টেমের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
