জলপাইগুড়ি শহরে খুশির ঈদ উদযাপন

সংবাদদাতা, জলপাইগুড়ি : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতির উৎসব। টানা একমাস রোজা করার পরে আজ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবার করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে পূর্বের মতোই আনন্দ-উচ্ছ্বাস ফিরে এসেছে। এই ঈদে মাতলো আট থেকে আশি। পবিত্র রমজান মাস শেষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব ঈদ।

শনিবার সব জায়গায় সঙ্গে জলপাইগুড়িতেও ঈদের নামাজে সামিল হলেন মুসলিম ধর্মাবলী মানুষ। এ দিন শহরের নবাব বাড়ি মসজিদ, দিনবাজার মসজিদ ও কালু সাহেব মসজিদের পাশাপাশি সব মসজিদে নামাজ পরতে ভিড় উপচে পরেছিল। এদিন পুরসভার তরফে ইদ ও অক্ষয় তৃতীয়ার দুই ধর্মের মানুষকে শুভেচ্ছা জানালেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। তিনিও এ দিন নবাব বাড়ি মসজিদে হাজির হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন।

আজ খুশির ঈদে দিনভর পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গরিব ও অনাথদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে বলে জানালেন নবাব বাড়ি মসজিদ কমিটির সদস্য আনারুল হক। এদিনের নামাজে আট থেকে আশি সকলে সামিল হয়েছিলেন। নামাজের পর একে অপরে ভাব বিনিময় করলেন।

শহরের চার নম্বর ঘুমটিতে অবস্থিত পুরাতন মরজিদে সবাই একত্রিত হয়ে একসাথে থাকার বার্তা দেওয়া হয়েছিল। এরপর সবাইকে মিষ্টি মুখ করানোর আয়োজন হয়েছিল এই মসজিদে।আজকের এইদিনে বড় ছোট সবাই একত্রিত হয়ে পাশাপাশি থাকার আহ্বান যেমন জানানো হয় তেমনি সবাই যাতে ভালো ভাবে থাকতে পারে তার জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *