জলপাইগুড়ি: প্রথমবারের মতো জলপাইগুড়ি জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জলপাইগুড়ি উৎসব ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে এই উৎসব চলবে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় ও করিমুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উৎসবের প্রথম দিন:
উৎসবের প্রথম দিনে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল চন্দ্রবিন্দু ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান। এদিন শহরে উৎসবের আমেজে আনন্দে মেতে ওঠে সকলে।
২৩ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ও হ্যাপি স্ট্রিট
২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে থাকছে ‘হ্যাপি স্ট্রিট’ নামে অভিনব একটি কর্মসূচি, যা চলবে সারাদিনব্যাপী। সন্ধ্যায় থাকছে লোকসংস্কৃতিমূলক পরিবেশনা। এরপর সঙ্গীত পরিবেশন করবেন পরশমিতা পাল।
২৪ জানুয়ারি: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠান
২৪ জানুয়ারি দিনটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার জন্য নির্ধারিত। এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অ্যালবার্ট কাবো লেপচা।
২৫ জানুয়ারি: জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ আয়োজন
উৎসবের শেষ দিন ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘জলপাইগুড়ি রান অ্যান্ড ওয়াক ফর ফান’। এদিনের কর্মসূচি দিয়ে সমাপ্তি ঘটবে চারদিনের বর্ণাঢ্য এই উৎসবের।
জেলাশাসক শামা পারভিন বলেন, “এই প্রথম জলপাইগুড়িতে এমন একটি উৎসব আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য, জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং সাধারণ মানুষের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা।”
উৎসবটি প্রথমবার আয়োজিত হলেও এর বিশেষ আয়োজন এবং স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণ ইতিমধ্যেই জলপাইগুড়ির মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে।