জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার বান্ধবীকে নিয়ে চা বাগানে ঘুরতে যাওয়া এক কলেজ ছাত্রকে বহিরাগত পাঁচ যুবক ঘিরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ছাত্রীর সঙ্গীকেও হেনস্থার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। আরও চাঞ্চল্যের বিষয়, ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

খবর পেয়ে কলেজের অন্যান্য ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে ধরে হোস্টেলে আটকে রাখে। পরে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিন যুবককে থানায় নিয়ে যায়। পুলিশের হাতে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত হয়েছে।
তবে এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।