রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ ভাটপাড়ায়

বিশ্বজিৎ নাথ, কলকাতা : রাতের অন্ধকারে বুলডোজার চলল ভাটপাড়ায়। রবিবার রাত ১১ টার পর থেকে ভাটপাড়া মোড় থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে কাঁকিনাড়া বাজারের সন্নিকটস্থ সমস্ত দোকানপাট জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদ হওয়া দোকানদারেরা ক্ষোভে ফুঁসলেও, কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেননি। উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূল দলটাই চোর। চোররা যেমন রাতের অন্ধকারে চুরি করতে বেরোয়। ঠিক তেমনি গভীর রাতে তৃণমূলের লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাঁর বক্তব্য, দিনের বেলায় উচ্ছেদ করার সাহস নেই । প্রতিবাদের ভয়ে ওরা রাতের অন্ধকারে বুলডোজার চালালো। ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে দোকানদারেরা স্বেচ্ছায় সরে গিয়েছেন। কিন্তু নির্মাণ ভাঙতে খরচা আছে। ওদের খরচ বাঁচাতে তাই পুরসভা নির্মাণগুলো ভেঙে দিল। তাঁর দাবি, যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয়। সেদিকে খেয়াল রেখে রাতে অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়া হল। তাঁর কথায়, আশা ভরসার প্রতীক মমতা ব্যানার্জি। হকারদের নিয়ে উনি নিশ্চয়ই চিন্তা-ভাবনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *