রাহুল মন্ডল, মালদা : বন্দুক হাতে ক্লাসরুমে ঢুকে দাপাদাপি। পড়ুয়াদের আটকে রেখে বন্দুক উঁচিয়ে হুমকি এক যুবকের। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে।

জানা যায়, এদিন দুপুরে ক্লাস রুমে পিস্তল ও দু’টি অ্যাসিড বা পেট্রল বোমা নিয়ে ঢুকে পড়ে এক যুবক। ওই যুবকের নাম দেব বল্লভ। জানা যাচ্ছে, তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। পারিবারিক কোনো সমস্যা থাকার কারণে এদিন দুপুরে ক্লাস রুমে ঢুকে পড়ে বন্দুক উঁচিয়ে রীতিমতো হুমকি দিতে থাকে ওই যুবক। এই ঘটনার একটা ভিডিও ফুটেজও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তাতে দেখা যাচ্ছে, ওই যুবক হাতে পিস্তল নিয়ে হুমকি দিচ্ছে। আর ভয়ে সিঁটিয়ে ক্লাসরুমে বসে রয়েছে ছাত্রছাত্রীরা। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা এতটাই যে খবর পেয়ে স্কুলে পৌঁছে যায় অভিভাবক এবং স্থানীয় মানুষজন। স্কুলের প্রধান শিক্ষকের ফোন পেয়ে সেখানে পৌঁছান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং বিশাল পুলিশ বাহিনী।

ওই যুবককে আত্মসমর্পণের জন্য বার্তা দেওয়া হয়। শেষমেষ ওই যুবককে আটক করতে সফল হয় পুলিশ। মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারেরও বেশি। এলাকায় এই স্কুলের পরিচিতি নাম রয়েছে। ফলে ঘটনার খবর এদিন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা মালদা জেলায়। খবর পৌঁছেছে নবান্নেও।