শিলিগুড়িতে সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ ডিসেম্বর’২৩ : শিলিগুড়িতে খুন! চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ড কুমারটুলি দুর্গানগর এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে বাড়ির ভেতরে ঢুকে শৌচালয়ে নিয়ে গিয়ে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো অপর আরেকজন ব্যাক্তির বিরুদ্ধে। মৃত ব্যাক্তির নাম বিপুল গুপ্ত। সে পেশায় হকারি করে। বিপুল বাবু ঘরের ভেতরে একাই ছিলেন। বিপুল বাবুর স্ত্রী ও ছেলে সেই সময় পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরে এসে বিপুলকে শৌচালয়ে পড়ে থাকতে দেখেন। সেই সময় খুনের অভিযুক্ত রাম বর্মন বিপুল বাবুর পরিবারের লোককে হুমকি দেয় এবং ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে বিপুলকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরবর্তীতে পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাম বর্মনকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
