অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে সদর মহকুমাশাসক, শিশুদের উচ্ছ্বাসে খুশি আধিকারিকরা

জলপাইগুড়ি: অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির কার্যক্রম সরজমিনে খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। শুক্রবার জলপাইগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়ার দক্ষিণেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিশুদের পড়াশোনা ও পরিষেবা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা।

পরিদর্শন শেষে মহকুমাশাসক বলেন, “অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের খাওয়াদাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। গর্ভবতী মায়েদেরও বিভিন্ন সুবিধা দেওয়া হয়। শিশুদের উচ্ছ্বাস ও কবিতা আবৃত্তি দেখে আমরা সত্যিই আনন্দিত। এরাই আমাদের ভবিষ্যৎ। আশা করছি, এক-দেড় মাসের মধ্যে সদর মহকুমার সমস্ত ১৬০০ অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিদর্শন সম্পূর্ণ হবে।”

তবে বহু অঙ্গনওয়াড়ি সেন্টার এখনও ভাড়া বাড়িতে চলছে। এ বিষয়ে তিনি জানান, “পুরসভাকে জানানো হয়েছে। জায়গার ব্যবস্থা হলে আমরা নতুন সেন্টার নির্মাণ করব।”

অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী অর্পণা পাল দাস বলেন, “শিশুদের পড়াশোনা, খেলাধুলা এবং পুষ্টি নিশ্চিত করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি। প্রশাসনের নজরদারি আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।”

পরিদর্শনের সময় শিশুদের প্রতিভা, পড়াশোনা ও পরিষেবার মান দেখে খুশি হন প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *