কলকাতা : শীর্ষ আদালতে আর জি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ তিলোত্তমার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছে। শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিলোত্তমার পরিবার।
বুধবার তিলোত্তমার বাবা-মা জানান, শুনানি বিলম্বিত হওয়ায় তাঁরা কিছুটা হতাশ। তবে আইনের মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পরিবারের বক্তব্য, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। আশা হারাইনি, তবে দেরি হওয়ায় ক্ষুব্ধ।”
তিলোত্তমার পরিবার স্পষ্ট জানিয়েছে যে তারা আদালতের রায়ের উপর আস্থা রাখে এবং ন্যায়বিচার পাওয়ার জন্য আইনি পথেই লড়াই চালিয়ে যাবে।