জলপাইগুড়ি : জলপাইগুড়ি সহ উত্তরে কমলা সতর্কতা, ভারী বৃষ্টিতে গাছ পরে বিদ্যুৎহীন শহরের ক্লাব রোড। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সব কয়টি জেলার ওপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রিয় আবহাওয়া অফিস। এই বিশেষ সতর্কবার্তায় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার,কুচবিহার, দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলা গুলোতে অতিভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতরের জারী কমলা সতর্কতার প্রভাব বৃহষ্পতিবার রাত থেকেই প্রত্যক্ষ করতে শুরু করেছে জলপাইগুড়ি শহর গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ৫৬ মিলিমিটার, শুক্রবার সকাল থেকেও চলছে অবিরাম বৃষ্টি, যে কারণে ইতিমধ্যেই তিস্তা সহ অন্যান্য নদী গুলোর জলস্তর যেমন বাড়ছে, সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ভেঙ্গে পরছে বড় বড় গাছ, শুক্রবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইলো শহরের পি ডি উইমেন্স কলেজ সংলগ্ন ক্লাব রোড, গাছ ভেঙ্গে পড়ায় সকাল থেকেই বিদ্যুৎহীন এলাকা, এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গোপাল রায় বলেন, বৃষ্টির কারণে অনেক পুরোনো এই গাছটি হটাৎ পরে গেলো, বিদুৎ নেই এলাকায়।
