সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ এপ্রিল’২৪ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৫ ই এপ্রিল জলপাইগুড়ির ABPC ময়দানে নির্বাচনী জনসভা করবেন। সেই জনসভায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। মুখ্যমন্ত্রীর জন্য ABPC ময়দানের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তার আগে সেই হেলিপ্যাডে মঙ্গলবার হেলিকপ্টারের ট্রায়াল চলে। হেলিকপ্টার দেখতে স্থানীয়রা ভীড় জমান। ইতিমধ্যে জেলায় মুখ্যমন্ত্রীর সভা করার বিষয়ে জানিয়েছেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। বুধবার সকালে জলপাইগুড়ি ABPC মাঠে দমকল, স্বাস্থ্য দপ্তরের কর্মীসহ পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী। আজও হেলিকপ্টারের ট্রায়াল রান হল। জোর প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে ৫ই এপ্রিলের মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে। হেলিকপ্টার নামতেই হেলিকপ্টারের সাথে ছবি তোলার হিরিক দেখা যায় মানুষের মধ্যে।
