জলপাইগুড়ি: উন্নয়নের নামে ভিটেমাটি হারানোর আশঙ্কায় চোখে জল এক অসহায় পরিবারের। জলপাইগুড়ি শহরের এক নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসরত একটি পরিবার আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। রেলের জমিতে থাকার কারণে বাড়ির একটা বড় অংশ ভাঙার নির্দেশ পেয়েছে তারা, আর সেই সিদ্ধান্তই তাদের জীবনে নেমে এনেছে চরম দুর্দশা।

ইতিমধ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় রেলের উন্নয়নের জন্য স্টেশন বাজারের ব্যবসায়ীরা স্বেচ্ছায় নিজেদের দোকান ছেড়ে দিয়েছেন। এবার সেই উন্নয়নের প্রভাব এসে পড়ল এই পরিবারের উপর।

পরিবারের সদস্যদের অসহায় আর্তি, “দীর্ঘদিন থেকেই আমরা এখানে আছি। এখন আমরা কী করব? আমাদের তো আর থাকার জায়গাই রইল না।”

এই কঠিন সময়ে পরিবারটি সকলের সহানুভূতি ও সাহায্যের আবেদন জানিয়েছে। প্রশাসনের তরফ থেকে যদি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তারা আবার মাথা গোঁজার ঠাঁই পাবে।