সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি’২৪ : চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

আজ নিশীথের আইনজীবী রাজদ্বীপ মজুমদার কোলকাতা হাইকোর্ট এর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি স্কোয়াশের জন্য আবেদন করেন। বিচারপতি বিভাস রঞ্জন দে নিশীথ প্রামানিকের বিরুদ্ধে এই মামলায় স্থগিতাদেশ দিল। উল্লেখ্য কোচবিহার জেলার দিনহাটা থানায় ২০১৯ সালে একটি মামলা ছিল নিশীথের বিরুদ্ধে। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেনি পুলিশ।