শিক্ষক দুর্নীতি মামলায় হাই কোর্টের তলব ভাটপাড়ার তৃণমূলের উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষকে

বিশ্বজিৎ নাথ, কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের এবার তলব ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষকে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ ওরফে টিঙ্কুকে আগামী ১৬ ডিসেম্বর সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিলেন। তবে হাজিরা এড়ালে কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ প্রাথমিক।শিক্ষা পর্ষদের এডহক কমিটির সদস্য ছিলেন তৃণমূল নেতা তথা উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। যদিও দেবজ্যোতি ঘোষের দাবি, পুরসভাকে থেকে তিনি সাম্মানিক ভাতা বাবদ ১৭ হাজার টাকা নেন। শিক্ষকতা বাবদ তিনি সরকারি টাকা নেন। আর ২০১০ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কলের মাধ্যমে তাঁর চাকুরী হয়েছিল। তাছাড়া মামলাকারী কোয়েনা দে-কে তিনি চেনেন না। তাঁর বিরুদ্ধে ওঠা অষ্টম শ্রেণী পাশ করে স্কুলে চাকুরি অভিযোগ ঠিক নয়। তিনি পার্সপোর্টে নথিপত্র হিসেবে মাধ্যমিক পাশ দাখিল করেছেন। একজন ব্যক্তি কি করে সরকার থেকে দুভাবে বেতন নিচ্ছেন, তা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির ভাটপাড়া মন্ডল-১ সভাপতি প্ৰদ্যুত ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *