জলপাইগুড়ি : দীর্ঘদিন পর জলপাইগুড়ির মালবাজার মহকুমার বাগ্রাকোটে রেল লাইনের পাশে দেখা মিলল একঝাঁক হিমালয়ান শকুনের। পাহাড়ের বরফঢাকা পরিবেশে খাদ্যাভাবে এরা নেমে এসেছে সমতলে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
রেললাইনের পাশে একটি মৃত গবাদি পশুর দেহ ঘিরে চলছিল শকুনদের ভুরিভোজ। এই বিরল দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করলেও, কেউ তাদের বিরক্ত করেনি— যা স্বস্তি দিয়েছে বন দফতর এবং পরিবেশবিদদের।

বার্ডস ওয়াচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, এই শকুনগুলোর প্রজাতি হিমালয়ান গ্রিফন, যা ভারতবর্ষে দেখা পাওয়া ৯ প্রজাতির শকুনের মধ্যে অন্যতম। সাধারণত এরা হিমালয়ের উচ্চ অঞ্চলে থাকে, কিন্তু শীতকালে বরফে ঢাকা পাহাড়ে খাদ্যাভাব দেখা দিলে সমতলে নেমে আসে আহারের সন্ধানে।
বিলুপ্তপ্রায় এই প্রজাতির শকুনের ঝাঁকবেঁধে সমতলে আগমনে পরিবেশপ্রেমীদের মধ্যে যেমন উৎসাহের সঞ্চার হয়েছে, তেমনই বন দফতরও সতর্ক রয়েছে যাতে এদের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটে।