নকশালবাড়ি : বেপরোয়া গতির রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা। স্কুটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন ১২-১৫ জন যাত্রী। গুরুতর আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সকালে নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার পথে দুটি বাসের মধ্যে চলছিল রেষারেষি। সেই সময় একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে বাসটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি।

ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও দমকল। আহতদের দ্রুত নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। তবে গুরুতর আহত ৭ জনকে স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা তদারকি করেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।