নকশালবাড়ি: গভীর রাতে ঘুমের ঘোরে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়িমুখী আপেলবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল মাগুরমারি নদীতে। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে। আহত চালক ও খালাসী—দু’জনেই কাশ্মীরের বাসিন্দা।

জানা গিয়েছে, কাশ্মীর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। সাতভাইয়া মোড়ে আচমকা ঘুমিয়ে পড়েন চালক। সঙ্গে সঙ্গে লরিটি এশিয়ান হাইওয়ের ব্যারিকেড ভেঙে সোজা গিয়ে পড়ে নদীর জলে। আহত ফাওয়াদ আহমেদ ও উমর জাব্বরকে উদ্ধার করে ভর্তি করা হয় নকশালবাড়ি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি ট্রাফিক গার্ড। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিশেষ ক্রেনের সাহায্যে নদী থেকে লরি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল।