বাজারের জন্য ঘর তৈরি করে দেওয়া হলেও ব্যবসায়ীরা বসছেন রাস্তার ওপর (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ ফেব্রুয়ারি’২৪ : বাজারের জন্য ঘর তৈরি করে দেওয়া হলেও ব্যবসায়ীরা তাদের কাঁচা সবজি নিয়ে বসছেন রাস্তার ওপর। এই বিষয় নিয়ে পুরসভার পক্ষ থেকে এক দুই বার পদক্ষেপ নেওয়া হলেও হতাশ হতে হয়েছে কর্তৃপক্ষকে। ফলে বাম আমলে তৈরি করা জলপাইগুড়ির ইন্দিরা কলোনীর বাজারে চলছে অসামাজিক কাজকর্ম।

এই বিষয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের একাংশ। তাদের পরিস্কার বক্তব্য বাজারে কিছু ব্যবসায়ী বাজারে ঘর কিনে রাখলেও তারা ব্যবহার না করে ফেলে রেখেছেন। যে কারনেই সুযোগ নিচ্ছে কিছু অসামাজিক ব্যক্তি। নিত্যদিন রাতের অন্ধকারে চলে মদ জুয়ার আসর। উল্লেখ্য, এসজেডিএ এর পক্ষ থেকে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি পুরসভা এলাকার ১নং ওয়ার্ডে ইন্দিরা কলোনীতে ওই বাজার তৈরি করা হয়।

বাজারে ৫৩ টি দোকান ঘর সহ মাছ বাজারের ব্যবস্থা রয়েছে। কিছু ঘর ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হয়েছিলো। কিন্তু ব্যবসায়ীদের বড় অংশের অভিযোগ তারা সারা বছর ওই জায়গায় ব্যবসা করলেও তাদের ঘর দেওয়া হয়। অথচ বাইরে থেকে আসা কিছু ব্যবসায়ী ঘর কিনে আটকে রেখেছে। যে কারনে বাজারের অধিকাংশ ঘর উদ্বোধনের পরথেকেই তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে। আর এরই সুযোগ নিচ্ছে অসামজিক কিছু ব্যক্তি। নিত্যদিন সন্ধ্যার পর থেকে বাজারে বসছে মদ জুয়ার আসর।

বিক্রি করা হচ্ছে নেশার দ্রব্য। এই বিষয় নিয়ে স্থানীয় মহিলাদের একাধিক বার অভিযান চালাতে দেখাগেছে। আবার কোতয়ালী থানার পুলিশের অভিযানে কয়েকজন ধরাও পরেছে। কিন্তু বন্ধ করা যায়নি। অন্যদিকে দীর্ঘ বছর একভাবে পরে থাকার কারনে ভবন পরিকাঠামোর নষ্ট হতে শুরু করেছে। বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো বলেন ব্যবসায়ীদের বহুবার বলা হয়েছে, তারা যেন কমপ্লেক্সের ভেতরে ব্যবসা করেন। কিন্তু কোন কাজ হয়নি। তবে বাজার নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবার বাজার ভবনের ভেতরে কিছু অসামাজিক কাজ হচ্ছে সেটা পুলিশকে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *