রাহুল মন্ডল, মালদা, ২৩ জুলাই’২৩ : রতুয়া ২ নম্বর ব্লকের নৌওগামা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের লোকজনেরা জানান, গত ছয় মাস আগে তামান্না খাতুন নওগোমা গ্রামের বাসিন্দা তাফিরুল ইসলামের সাথে পালিয়ে বিয়ে করে। বিয়ের একমাস পর থেকেই তাফিরুল ইসলাম এবং তার পরিবারের লোকজন টাকার দাবিতে তামান্না খাতুনের উপরে নির্যাতন করত। এর আগেও বেশ কয়েকবার টাকার দাবিতে তাফিরুল ইসলাম তামান্না খাতুনের গায়ে ব্লেড দিয়ে বিভিন্ন জায়গায় কেটে দেয়। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনদের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এমনটাই মেয়ের পরিবার সূত্রে জানা যাচ্ছে। তবেএটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে তার তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে।
