কেমন হল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা? কি বললো পরিক্ষার্থীরা (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি’২৪ : চলছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা। আজ বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অংক পরীক্ষা। অঙ্ক পরীক্ষা আজ নির্বিঘ্নেই শেষ হল।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে আসা পরীক্ষার্থীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। অনেকেই জানালো এদিন অঙ্ক পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে। নম্বরও ভালো আশা করছে তারা।

How is the secondary math exam?  What did the examinees say?

এদিনের পরীক্ষা দিয়ে কোনও অসুবিধা তাদের হয়নি বলে জানায় তারা। অনেক পরীক্ষার্থী আবার জানিয়েছে যতটা ভালো হবে আশা করেছিল ততটা ভালো হয় নি। তাদের মতে বাকিটা পরীক্ষকের হাতে। উল্লেখ্য এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামীকাল রয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫০০ জন। পাশাপাশি জেলায় মোট ৯৭ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *