সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি’২৪ : মুখ্যমন্ত্রী আর কতদিন এ দল ও দল করবেন! বিজেপির সাথে কদিন, কংগ্রেসের সাথে কদিন, তৃণমূলের সাথে কদিন। জলপাইগুড়িতে এসে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই কটাক্ষ করলেন পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

বুধবার জলপাইগুড়ি শহরে সারা ভারত খেতমজুর ইউনিয়নের মিছিল অনুষ্ঠিত হয়। পান্ডাপাড়ার পাশাপাশি শহরের দিশারী মোড় থেকেও মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

উল্লেখ্য, রেগায় বছরে ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি, ৬০ বছর উর্ধ্বে গ্রামীণ গরিব মানুষের ন্যূনতম ৬০০০ টাকা মাসিক পেনশনের দাবিতে সারা ভারত খেতমজুর ইউনিয়নের এই মহামিছিল অনুষ্ঠিত হয় শহর জুড়ে। মিছিলের শুরুতেই ইন্ডিয়া জোট নিয়ে সূর্যকান্ত মিশ্র নাম না করেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখন কোন দিকে যাবেন তা কেউ বলতে পারেন না। এদিন মিছিলের পর রবীন্দ্র ভবন ময়দানে সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।