জ্যান্ত ভূতদের যত কান্ড ভূতের কুটিরে!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর’২৩ : জ্যান্ত ভূতদের যত কান্ড ভূতের কুটিরে! গতকালও উৎসাহী মানুষদের ভিড় জমে ছিল জলপাইগুড়ি ভগত সিং কলোনীতে। যা দেখতে ভিড় করে ৮ থেকে ৮০ সকলেই। পূজো কমিটির বয়স এবছরে সাত বছর। ক্লাব সদস্যদের আপ্রান প্রচেষ্টায় খুব অল্প বাজেটে অভিনব থিমের কালী পূজো করে শহরের বিগ বাজেটের পূজোকে টেক্কা দিয়ে রিতীমত নজর কেড়েছে জলপাইগুড়ি ভগৎ সিং স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব।

গত ৭ বছর ধরে তাদের কালী পূজোর থিম “ভূতের কুটির ” এবারেও সেই একই থিমে কালী পূজো করে নজর কাড়লো এই পূজো কমিটি। ক্লাবের সহ-সভাপতি সঞ্জয় সরকার বলেন শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকার থেকে মানুষ ভিড় করেন। উদ্যোক্তারা যথেষ্টই আনন্দ পান। গতানুগতিক থিমের বাইরে গিয়ে ক্লাব ও এলাকার মানুষের তৈরি এই থিম দর্শনার্থীদের মধ্যে যে যথেষ্ট সাড়া এবারেও পড়ে।

How many ghosts live in the ghost cottage!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *