নীলষষ্ঠীর উপকরণ কি কি। কীভাবে করবেন নীল ষষ্ঠীর পুজো। এ দিন কোন ভুলগুলি একদম করবেন না। জেনে নিন।

How to do Neel Shasthi Puja.  Do not make any mistakes on this day.

ডিজিটাল ডেস্ক : সামনেই আসছে নীলপুজো বা নীলষষ্ঠী (Nil Sasthi)। প্রায় প্রতি বাড়ির মহিলারাই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। দেবাদিদেব মহাদেবের (Lora Shiva) মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা।

আসুন নীল ষষ্ঠীর উপকরণগুলি জেনে নেওয়া যাক।

নীল ষষ্ঠীর প্রধান উপকরণ পঞ্চামৃত। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি। পারলে এর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা। এছাড়া গঙ্গা জল, কাঁচা আম, আকন্দ ফুল, ধুতুরা ও নীল অপরাজিতা। তবে ভোলেবাবা তথা ভগবান শিব তথা দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই হন তুষ্ট। ভক্তিভরে পুজো করাটাই হল আসল।

এবছর ২৯ চৈত্র ১৪২৯ বৃহস্পতিবার নীল পুজো। অষ্টমী বুধবার রাত্রি ২.৩০ মিনিট থেকে। থাকবে রাত্রি ১২.১১ মিনিট পর্যন্ত।

এবার আসুন জেনে নিই কীভাবে করবেন নীল ষষ্ঠীর পুজো।

খুব যত্ন করে, নিয়ম মেনেই করতে হবে পুজো। সারা দিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক। তার পরে গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান। শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও, যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হল বেলপাতা। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন তিনটি পাতায় যেন থাকে।

এরপর সাদা চন্দন, ফুল, গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন। সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান একটা ঘিয়ের প্রদীপ। চেষ্টা করবেন উপবাসের দিন সাবু, ফল, ময়দার খাবার খাওয়ার। ব্রতের দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব।

এবার জেনে রাখুন নীল ষষ্ঠীর দিন কোন ভুলগুলি একদম করবেন না।

বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়। এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে।

যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী। কালো কাপড় পরবেন না। শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন। ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয়। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়। শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। শিবের পুজোয় তিল দেওয়া হয় না। ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *