সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জুলাই ২০২২ : হাতে রয়েছে দুমাস। তারপরই বাঙালির সচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তাই এখন চূড়ান্ত ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে। গত দুবছর করোনার কারণে পুজো কম হয়েছে, তাই মৃৎশিল্পীদের লাভও কম হয়েছে বলে দাবি। তবে এ বছর বেশি পুজো অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করলেন জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি অরবিন্দ নগরের মৃৎশিল্পী উত্তম পাল। এখনও পর্যন্ত কিছু প্রতিমার অর্ডার হয়েছে। এই মাস শেষ হলে আরও কিছু অর্ডার হতে পারে বলে জানান শিল্পী। তবে সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে। আর স্বাভাবিকভাবেই প্রতিমার দামও সামঞ্জস্য করে রাখা হয়েছে। এই কারণে অর্ডার কম হচ্ছে বলেও ধারণা তার। তবুও চেষ্টা করা হচ্ছে যাতে উদ্যোক্তাদেরও প্রতিমা ক্রয়ের বিষয়ে সমস্যায় পড়তে না হয়। তবে মূর্তি তৈরির কাজে খামতি একেবারেই নেই শিল্পীদের। রাত দিন এক করে প্রতিমা গড়ার কাজ করে চলেছেন তারা। তাদের তৈরি দুর্গা প্রতিমা জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ প্রভৃতি জায়গায় যায় বলে জানান শিল্পী উত্তম পাল। উল্লেখ্য, এবছর মহাপঞ্চমী রয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর, শুক্রবার। মহাষষ্ঠী – ১ লা অক্টোবর, শনিবার। মহাসপ্তমী – ২ রা অক্টোবর, রবিবার। মহাঅষ্টমী – ৩ রা অক্টোবর, সোমবার। মহানবমী – ৪ ই অক্টোবর, মঙ্গলবার। মহাদশমী রয়েছে – ৫ ই অক্টোবর, বুধবার।
