ফালাকাটা, ৪ মে: প্রচণ্ড চাঞ্চল্য ছড়াল ফালাকাটার উমাচরণপুর এলাকায়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত এবং সুপারি বাগানের মাঝে কৃষকের লাগানো জালের মধ্যে ধরা পড়ে এক বিশাল আকৃতির পাইথন। কৃষিকাজের জন্য ক্ষেতে দেওয়া জালেই আচমকা আটকে যায় সরীসৃপটি।
স্থানীয়রা প্রথমে ভয় পেলেও পরে ধৈর্য ধরে বনদপ্তরে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যান জলদাপাড়া বনদপ্তরের কর্মীরা। তারা পাইথনটিকে জাল থেকে সাবধানতার সঙ্গে মুক্ত করে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।
হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডল জানান, “পাইথনটি কোনও আঘাত পায়নি। তাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”
বন সংলগ্ন গ্রামাঞ্চলে বন্যপ্রাণীর এমন উপস্থিতি মাঝে মধ্যেই দেখা যায়, তবে এদিনের ঘটনাটি চাষিদের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করে। প্রশাসন ও বনদপ্তরের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মত স্থানীয়দের।