জলপাইগুড়িতে এসএফআইয়ের ডিপিএসসি অভিযানকে কেন্দ্র করে হুলুস্থুল

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়িতে এসএফআই এর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) অভিযানকে কেন্দ্র করে হুলুস্থুল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠল। যদিও এসএফআই নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ডিপিএসসি দফতরে প্রবেশ করে। শিক্ষাক্ষেত্রে দূর্নীতি সহ একাধিক দাবি তুলে এদিনের অভিযান।

এরপর আন্দোলনকারীরা ডিপিএসসি দফতরের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল হয়। আন্দোলনকারীদের অভিযোগ, জলপাইগুড়ি জেলায় ২১৮টি সরকারি প্রাথমিক স্কুল বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে। বেশ কিছু নিয়ম লাঘু করে স্কুলগুলিকে বন্ধ করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। এর প্রভাব পড়বে চা বাগান ও গ্রামগঞ্জে। এই সরকার শিক্ষাকে ব্যবস্থাকে বেসরকারি করণ করার চক্রান্ত করছে বলে অভিযোগ। এর প্রতিবাদে ডিপিএসসি দফতর ঘেরাও করে আন্দোলন করা হয়।

Hulusthul centered on SFI's DPSC operation in Jalpaiguri

অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, শূন্যপদ পূরণ ও যেসব বিদ্যালয়ে পরিকাঠামোর অভাব রয়েছে সেগুলো উন্নত করার দাবি তুলে স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানালেন এসএফআই এর রাজ্য সম্পাদক
সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, পুলিশ লাঠি চার্জ করল ছাত্র ছাত্রীদের উপর। আট হাজারের বেশি স্কুল বন্ধ করার চক্রান্ত হচ্ছে। স্কুল বন্ধ করা যাবে না। এইসব ব্যারিকেড দিয়ে লাভ নেই। দুর্নীতি বন্ধ করতে হবে না হলে তৃণমূলকে বিদায় নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *