২৩এর শুরুতেই হাম ও রুবেলা ভ্যাকসিন জলপাইগুড়ি জেলার শিশু ও স্কুল পড়ুয়াদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ অক্টোবর : সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম মাসেই হাম ও রুবেলা ভ্যাকসিন পেতে চলেছে জলপাইগুড়ি জেলার শিশু ও স্কুল পড়ুয়ারা। স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী জেলায় প্রায় ৬ লক্ষ শিশু ও স্কুল পড়ুয়াকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবিষয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। জানা গিয়েছে ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের নীচে থাকা কিশোর কিশোরীদের এই টিকাকরণের আওতায় আনা হবে।


এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাম ও রুবেলা টিকাকরণ নিয়ে প্রস্তুতি সেরে রেখেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই জেলায় ১২ শো-রও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাম ও রুবেলা টিকাকরণের আওতায় আসতে চলেছে কমবেশি ১ লক্ষ ২০ হাজার খুদে পড়ুয়া।

Hum and rubella vaccine to children and school students of Jalpaiguri district at the beginning of 23rd

ইতিমধ্যেই সংসদের তরফে অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ চলে গিয়েছে স্কুলগুলোতে।জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, প্রতিটি ব্লকে BMOH এর তত্ত্বাবধানে নোডাল টিচারদের নিয়ে বৈঠক হবে।তারা স্কুলে এসে অভিভাবকদের জানাবেন সমস্ত বিষয়। ব্লকে স্কুলের সংখ্যা বেশি থাকায় ব্লকস্তরের বৈঠক সার্কেল স্তরেও করা হতে পারে। পরে এই টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে অভিভাবকদের সাথে আগে বৈঠক করবে স্কুল কর্তৃপক্ষ। সদর শহরে পুরসভার তত্ত্বাবধানে নোডাল টিচারদের নিয়ে বৈঠক ইতিমধ্যেই হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক।তিনি আরও বলেন,এই টিকাকরণ নিয়ে অভিভাবকদের ভয়ের কোন কারণ নেই। হাম ও রুবেলা টিকাকরণের ফলে ভবিষ্যত সুরক্ষিত থাকবে খুদেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *