
জলপাইগুড়ি : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রক্রিয়ায় ওবিসি সার্টিফিকেটে ‘ক্রিমিলেয়ার’ বা ‘নন ক্রিমিলেয়ার’ উল্লেখ না থাকায় অনিশ্চয়তায় পড়েছিলেন চার ছাত্র। ভর্তির শেষ তারিখ ছিল ৭ সেপ্টেম্বর।
শেষ মুহূর্তে শুক্রবার সরাসরি এসডিও দপ্তরে পৌঁছে সমস্যার কথা জানান তারা। বিষয়টি জানার পর তমোজিৎ চক্রবর্তী কর্মীদের ডেকে ছুটির দিনেও দপ্তর খোলান এবং দ্রুত সার্টিফিকেট ইস্যু করার ব্যবস্থা করেন। এতে স্বস্তি ফেরে ছাত্র-অভিভাবকদের মনে।
মহম্মদ অনিক, ছাত্র: “আমরা ভেবেছিলাম ভর্তি আর সম্ভব হবে না, কিন্তু স্যারের জন্য সব সম্ভব হল।” মঞ্জুর আলম, ছাত্রের অভিভাবক: “ছুটির দিনে অফিস খুলে ছেলের ভবিষ্যৎ বাঁচালেন, আমরা কৃতজ্ঞ।” তমোজিৎ চক্রবর্তী, সদর মহকুমা শাসক: “ছাত্রদের ভবিষ্যতের সঙ্গে কোনো আপস করা যায় না, তাই তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছি।”