জলপাইগুড়ি: প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা যখন উত্তরবঙ্গের বহু গ্রামে অসহায়তা ছড়িয়ে দিয়েছে, তখন মানবিকতার বার্তা নিয়ে এগিয়ে এল জলপাইগুড়ির সংস্কৃতি জগতের এক পরিচিত নাম—মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা পৌঁছে যান ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি, চারেরবাড়ি, বেতগারা ও ঢেলারবাড়ি গ্রামে।

গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তারা তুলে দেন চিড়ে, গুড়, বিস্কুট, দুধের প্যাকেট, হরলিক্স, জামাকাপড় ও পানীয় জল। বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে গিয়ে খানিকটা স্বস্তি ফিরল দুর্গতদের মুখে।

মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নির্দেশক রিনা ভারতী জানান, “শিল্পীর দায়িত্ব শুধু মঞ্চেই সীমাবদ্ধ নয়। সমাজ যখন বিপর্যয়ে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোই প্রকৃত শিল্পের পরিচয়।”
এক দুর্গত বাসিন্দা আবেগভরে বলেন, “এই সাহায্য আমাদের জন্য অনেক বড় সহায়। ঘরে কিছুই ছিল না, আজ অন্তত বাচ্চাদের মুখে খাবার দিতে পারব। আমরা খুব খুশি।”
প্রবল বৃষ্টির পর ভেসে যাওয়া জনজীবনে এমন মানবিক উদ্যোগ যেন আশা জাগায়—সংস্কৃতি শুধু বিনোদন নয়, সমাজের কঠিন সময়েও তা হয়ে উঠতে পারে সহমর্মিতার শক্তি।