শিলিগুড়ি : শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। দ্বিতীয় স্ত্রী রিতা সাহাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী রাজেশ কুমার গুপ্তা ও তার প্রথম পক্ষের পরিবারের বিরুদ্ধে।

রাজেশের প্রথম স্ত্রী রেখা গুপ্তার সঙ্গে টুম্বা জোতে থাকতেন তার দুই ছেলে। অন্যদিকে, রিতা সাহা থাকতেন রানা নগরে। অভিযোগ, মঙ্গলবার রাতে সন্দেহবশত প্রথম পক্ষের বাড়িতে যান রিতা, সেখানেই তাকে নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজেশকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে, আর রিতার মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্ত চলছে।