বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ নভেম্বর : স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম লক্ষ্মী গায়েন।। ঘটনার পরই তাঁর স্বামী রাজকুমার জানা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয়দের দাবি, মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী অভিযুক্ত রাজকুমার জানা। স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে চার মাস আগে মিতা সাহার বাড়িতে ওরা ভাড়া এসেছিলেন। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই বৃহস্পতিবার সকালে রাজকুমার তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে। ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটির সুভাষনগরে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কি কারনে এই ঘটনা, তা তদন্ত করে দেখছে খড়দা থানার পুলিশ।
