মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্বপ্নভঙ্গ, দিল্লির সহজ জয়

স্পোর্টস ডেস্ক: আইপিএলের রোমাঞ্চকর লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের নায়ক ছিলেন মিচেল স্টার্ক, যিনি ৫ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কাজে লাগাতে ব্যর্থ হন ব্যাটাররা। স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৮.৪ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে অনায়াসে জয় নিশ্চিত করে দিল্লি।

স্টার্কের আগুন ঝরানো স্পেল

কলকাতা নাইট রাইডার্স থেকে ছিটকে পড়ার পরও নিজের জাত চিনিয়ে দিলেন মিচেল স্টার্ক।

  • প্রথম স্পেলেই ঈশান কিষান (২), নীতীশ রেড্ডি (০) এবং ট্রাভিস হেডকে (২২) সাজঘরে ফেরান।
  • পরে উইকেট নেন উইয়ান মুলডার (৯) ও হর্ষল প্যাটেলকে (৫), সম্পন্ন করেন দুর্দান্ত ফাইফার (৫/৩৫)।
  • তাঁর দাপটে মাত্র ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ।

অনিকেতের একার লড়াই

হায়দরাবাদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ব্যতিক্রম ছিলেন অনিকেত বর্মা।

  • ৪১ বলে ৭৪ রান করেন তিনি, মারেন ৫টি চার ও ৬টি ছক্কা।
  • হেনরিক ক্লাসেনের (৩২) সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন।
  • তবে কুলদীপ যাদবের বলে তাঁর আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ।

দিল্লির দাপুটে রান তাড়া

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি একদমই চাপে পড়েনি।

  • ফ্যাফ ডু প্লেসি (৫০) ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (৩৮) বিধ্বংসী শুরু এনে দেন।
  • লোকেশ রাহুল (১৫) ব্যর্থ হলেও, দলকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যান অভিষেক পোড়েল (৩৪) ও ট্রিস্টান স্টাবস (২১)।**

জিশানের নজরকাড়া পারফরম্যান্স

হায়দরাবাদের বোলিং ব্যর্থতার দিনেও আলাদা করে নজর কাড়লেন উত্তরপ্রদেশের ২৫ বছরের লেগ স্পিনার জিশান আনসারি।

  • ৪২ রানে ৩ উইকেট তুলে নেন তিনিই।
  • তবে অন্য কোনো বোলার দিল্লির ব্যাটারদের চাপে ফেলতে পারেননি।

সংক্ষেপে ম্যাচের ফলাফল

  • সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৩ (১৮.৪ ওভার) | অনিকেত বর্মা ৭৪, মিচেল স্টার্ক ৫/৩৫
  • দিল্লি ক্যাপিটালস: ১৬৬/৩ (১৬ ওভার) | ফ্যাফ ডু প্লেসি ৫০, অভিষেক পোড়েল ৩৪, জিশান আনসারি ৩/৪২*
  • ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী

স্টার্কের বিধ্বংসী স্পেলের সামনে হায়দরাবাদ ব্যাটিং লাইনআপ একেবারে ভেঙে পড়ে। অনিকেত বর্মার লড়াকু ইনিংস সত্ত্বেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন কামিন্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *