সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ অক্টোবর’২৩ : দুই দিনের পুলিশ হেফাজত শেষ হল জলপাইগুড়ির পান্ডা পাড়ার বাসিন্দা ভট্টাচার্য দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জীর।

আজ বুধবার আদালতে যাওয়ার আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের গাড়িতে উঠার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৈকত জানালেন, তিনি খুবই অসুস্থ। এ দিন দুপুরে জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হবে।

আদালত কি নির্দেশ দেয় সৈকতকে জেল হেফাজত নাকি জামিন সেদিকে তাকিয়ে জলপাইগুড়িবাসী সহ তাঁর অনুগামীরা। এদিন সৈকত বলেন,”আমি খুবই অসুস্থ। তাঁর বুকে সংক্রমণ এবং পেটে ব্যাথা হচ্ছে। পুলিশ গত পরশু মেডিক্যাল করিয়েছিল। আজ দেখা যাক কি হয় বলে মন্তব্য করলেন সৈকত।