শিলিগুড়ি : ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে এসে একের পর এক দুর্গত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা, দুধিয়া, লোহাগড়ি ও সংলগ্ন অঞ্চল পরিদর্শন করে তিনি নিহতদের পরিবারের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন।
মুখ্যমন্ত্রী জানান, ধস ও বন্যায় মৃত প্রতিটি পরিবারকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থাও দ্রুত নেওয়া হচ্ছে।
বুধবার কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আবার আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ফিরব। ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসনের অগ্রগতি নিজে তদারকি করব। দুর্গত মানুষের পাশে সরকার সবসময় আছে।”
তিনি আরও জানান, প্রতিটি জেলার জেলা শাসককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের উপর নজর রাখার জন্য। পঞ্চায়েত মন্ত্রীকেও বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে যাতে প্রতিটি দুর্গত পরিবার দ্রুত সহায়তা পায়।
উত্তরবঙ্গ সফর শেষে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে পুনর্গঠন ও ত্রাণ বিতরণের কাজ এখন আরও জোরদার করা হচ্ছে।