লালু প্রসাদ যাদব যদি গ্রেফতার হতে পারে তাহলে অভিষেক কেন গ্রেফতার হবে না – মীনাক্ষী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বর’২৩ : কাজের দাবিতে ৩ নভেম্বর থেকে কোচবিহার থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই ‘ইনসাফ যাত্রা’। রাজ্যের ২২টি জেলার এই যাত্রা করে ব্রিগেড সমাবেশ হতে চলছে মঙ্গলবার জলপাইগুড়ির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ দিতে এসে জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদীকা মিনাক্ষী মুখার্জি এদিন জলপাইগুড়ি বামফন্টের জেলা কার্যালয়ে মিনাক্ষী বলেন,”রাজ্যের প্রত্যেক জেলা ব্লকে গ্রামেগঞ্জে ইনসাফ যাত্রা শুরু হচ্ছে চলবে দুই মাস। কাজের দাবি বলতে একশো দিনের কাজ, চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কারখানা কাজ। অন্যদিকে তৃণমূল ও বিজেপি যেসব ভুল ইস্যু গুলো তুলে ধরা হয়েছে সেগুলোকে সংশোধন করিয়ে দেওয়া।

If Lalu Prasad Yadav can be arrested then why not Abhishek - Meenakshi

প্রশাসন যখন সক্রিয়তা দেখাতে পারে না তখন যাদবপুরের মত ঘটনা ঘটে। সেখানে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।” অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মিনাক্ষী বলেন,”২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়েছে আমরা এই নিয়ে আন্দোলন করেছি। এরপর আদালতের মাধ্যমে তদন্ত শুরু হয়। লালু প্রসাদ যাদব যদি গ্রেফতার হতে পারে তাহলে অভিষেক কেন গ্রেফতার হবে না।” তিনি আরও বলেন,”কেন্দ্র ও রাজ্য দুই সরকার মিলেমিশে গরিব মানুষকে লুট করছে। সাড়ে আট হাজার স্কুল কিভাবে ও চার লক্ষ পড়ুয়া স্কুল ছুট কিভাবে হল উত্তর দিতে পাচ্ছে না সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *