দুই সরকার কথা না রাখলে লোকসভা ভোটে নিজেদের প্রার্থী দেবে কেপিপি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি’২৪ : অভিযোগ, কথা রাখেনি কেন্দ্রীয় সরকার। আগামী দিনে তাদের ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত এবং আলাদা রাজ্যের দাবি পূরণ না হলে আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনই বলেছেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়।

If the two governments do not talk the KPP will field its own candidate in the Lok Sabha polls

এদিকে কামতাপুরি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ও আলাদা রাজ্যের দাবীতে আগামী ৪ঠা মার্চ জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি পাঠানো হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেওয়া হবে একটি স্মারকলিপি। সেদিন হাজার হাজার কর্মী সমর্থক জলপাইগুড়িতে ডিভিশনাল কমিশনারের দপ্তরে হাজির হবেন বলে জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কামতাপুরি মাধ্যমের স্কুল বাড়ানো, অটোনোমাস কাউন্সিল গঠন, চিলা রায়ের জন্মদিনে ছুটি ঘোষণা, কোচ কামতাপুরের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে স্মারকলিপির মাধ্যমে। তবে এই দাবিগুলিও যদি রাজ্য সরকার পূরণ না করে তাহলে লোকসভা ভোটে নিজেদের প্রার্থী নিজেরাই দাঁড় করাবেন বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *