জলপাইগুড়ি : “স্টেশন বাজারে যে আজকের থেকে বিজেপি করবে, আর গুন্ডামি করবে সে কালকে থেকে বুঝবে।”- আঙ্গুল উঁচিয়ে ব্যবসায়ীদের কার্যত হুঁশিয়ারি তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতার। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের বিরুদ্ধে প্রচারে বেরিয়ে মিছিল নিয়ে জলপাইগুড়ি স্টেশন বাজারে গিয়ে দোকানপাট বন্ধ দেখে দোকানদারদের উদ্দেশ্যে আঙ্গুল উঁচিয়ে এমনই ভাষায় হুঁশিয়ারি দিলেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী।

এদিন জলপাইগুড়ি শহরে বনধের বিরুদ্ধে পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস। বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের অভয় দেন তারা। নেতৃত্ব দেন সৈকত চ্যাটার্জী। তিনি বলেন, কাল ছাত্র আন্দোলনে ছাত্রদের কাকা, জেঠুদেরকে দেখা গেছে। বিজেপির ডাকা এই বন্ধ সর্বনাশা। আমরা এর বিরোধিতা করছি। আর বিজেপির বাইক বাহিনী যদি আসে তারা বাইক নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না।

এ বিষয়ে জলপাইগুড়ি বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, সৈকত চ্যাটার্জীর পায়ের নীচে মাটি নেই, যুব সভাপতির পদটা চলে গেছে। আরো কিছু চলে যাবে। তাই আতঙ্কগ্রস্ত হয়ে ভুলভাল কথা বলছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধ সমর্থন করেছেন।