নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ট্রাফিক আইন না মানলে এবার থেকে জরিমানা টাকা দিতে হবে দ্বিগুণ থেকে প্রায় তিনগুণ। বাইক থেকে শুরু করে ছোট গাড়ি সব ক্ষেত্রে জরিমানার টাকা বাড়ানো হয়েছে। জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের কদমতলা, তিন নম্বর ঘুমটি, দিনবাজার, বেগুনটারি মোড়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় জরিমানা বৃদ্ধি হয়েছে তা তুলে ধরা হচ্ছে ব্যানারের মাধ্যমে। যেমন আগে হেলমেট ছাড়া বাইক চালককে আটক করা হলে জরিমানা বাবদ নেওয়া হত একশো টাকা তা বেড়ে হল এক হাজার টাকা। অন্যদিকে বাইকের পলিউশন সার্টিফিকেট না থাকলে দিতে হবে দশ হাজার টাকা।
এতে একাংশ গাড়ি চালকের মধ্যে ক্ষোভ বাড়ছে আবার কেউ কেউ সঠিক সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
শহরবাসীকে সরকারে নতুন নির্দেশিকা তুলে ধরতে ব্যানার ও বোর্ড বসানো হয়েছে। সদর ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জেলা পুলিশের নির্দেশে ব্যানার লাগানো হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে ট্রাফিক আইন না মানলে নতুন নিয়মে জরিমানা করা হবে।