মালদায় বেআইনি গ্যাস রিফিলিং ব্যবসায় হানা, গ্রেপ্তার ৩, দোকান সিল

মালদা : মালদা শহর জুড়ে বেআইনি গ্যাস রিফিলিংয়ের রমরমা কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল প্রশাসন। শহরের আইটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে শতাধিক গ্যাস সিলিন্ডার এবং সিল করে দেওয়া হয়েছে তিনটি দোকান।

Illegal gas refilling business raided in Malda

ইংরেজবাজার থানার পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালান মালদার মহকুমা শাসক পঙ্কজ তামাং। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই দোকানগুলিতে বেআইনি গ্যাস রিফিলিংয়ের কাজ চলছিল।

মালদার মহকুমা শাসক পঙ্কজ তামাং বলেন, “এই ব্যবসা পুরোপুরি বেআইনি। জেলাশাসকের নির্দেশে অভিযান চালানো হয়েছে। আরও কয়েকটি জায়গায় এই ধরনের বেআইনি ব্যবসার অভিযোগ রয়েছে। সেসব এলাকায়ও অভিযান চালানো হবে।”

প্রশাসনের এই পদক্ষেপে মালদা শহরে বেআইনি ব্যবসার রমরমা কিছুটা হলেও বন্ধ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযানের ফলে শহরে বেআইনি গ্যাস কারবারে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *